- বিধি এবং প্রবিধান
০১) ছাত্র-ছাত্রীদেরকে পরিস্কার-পরিচ্ছন্ন এবং সাধারন পোশাকে আসতে হবে। প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারীত পোশাক ধারন করতে হবে। কোন চাকচিক্য পোশাক পরিধান করবে না।
০২) সকল শিক্ষার্থীদের( ছাত্র ) ঢিলে-ঢালা শার্ট,প্যান্ট পরিধান করতে হবে। কোন টি শার্ট গ্রহনযোগ্য নয়। কোন শিক্ষার্থীদের ( মেয়ে ) স্মাট,লেগিংস, জিন্স,ফ্রক্স এবং হাই টপস পরিধান করা কঠোর ভাবে নিষিদ্ধ।
০৩) বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউ কারোর অসন্মানিত করবে না। বিদ্যালয়ের ভিতরে ও বাহিরে কারোর মধ্যে কোন প্রকার খারাপ আচারন করা যাবে না।
০৪) শিক্ষার্থীদেরকে স্কুল সংশ্লিষ্ট সকল কর্ম কান্ডে এবং ক্লাসে যোগদানে নিয়মিত ও সময় নিষ্ঠ হতে হবে। ক্লাস চলাকালিন সময়ে কোন শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি ব্যতিত শ্রেণি কক্ষে প্রবেশ ও ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। দুপুরের বিরতীকালে বাইরে যাওয়ার অনুমতি পাবে না।